September 10, 2024, 5:22 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ আগস্ট ২০২৪ খ্রিঃ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। বাল্যবিবাহ,ষৌতুক,নারীনির্যাতন,ইভটিজিং, মাদক,জুয়া,চুরি, ডাকাতি, ছিনতাই, জঙ্গিবাদ, সন্ত্রাস, ন্যাশকতা,গুজব,উস্কানি প্রতিরোধ সংক্রান্ত সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, সদস্য সচিব মোঃ নূরে আলম, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আশরাফ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কবির হোসেন, সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,সরকারি মহাবিদ্যালয় এঁর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী,গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন আহমেদ, ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃফারুকুজ্জামান, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,গোয়ালনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া, কুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান এডঃ নাছির উদ্দিন ভূইয়া, ধরমন্ডল পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম,পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার মিয়া, দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস মিয়া, পূজা উদযাপন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি অনাথ বন্ধু দাস প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক সহ আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সদস্যগণ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com