September 10, 2024, 4:45 pm
আতিকুর আশা চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
এক প্রজ্ঞাপনে সারাদেশব্যাপী পৌরসভার মেয়রদের অব্যাহতি দেওয়া হয়েছে সোমবার। তবে দায়িত্ব দেয়া হয়েছে প্রশাসনের কর্মকর্তাদের। তারই ধারাবাহিকতায় রাজশাহীর চারঘাট পৌরসভার প্রশাসন হিসেবে নিয়োগ (অতিরিক্ত দাঃ) পেয়েছেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) টুকটুক তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ইউএনও সাইদা খানম, পৌর নিবার্হী প্রকৌশলী রেজাউল করিম, পৌর হিসাব রক্ষক কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বাচ্চু, পৌর কাউন্সিলর জামাল উদ্দিন, আজাদ আলীসহ পৌর মহিলা সংরক্ষিত,কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ।
বুধবার সকালে চারঘাট পৌরসভার দায়িত্ব গ্রহন করার পরে রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বলেন, স্থানীয় সরকার বিভাগের সব সেবা জনসাধারনকে নির্বিগ্নে প্রদানের লক্ষ্যে সরকার দ্রততম সময়ের মধ্যে সারাদেশে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রশাসন নিয়োগ করেছেন। এখন থেকে চারঘাট পৌরবাসী জন্মনিবন্ধনসহ যাবতীয় সেবা দ্রততম সময়ের মধ্যে পাবে বলে তিনি জানান।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com