সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পাবলিক লাইব্রেরিতে সর্বোচ্চ উপস্থিত থেকে বই পড়ুয়াদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪খ্রিঃ বিকালে উপজেলা পাবলিক লাইব্রেরিতে ফেব্রুয়ারী, মার্চ, এপ্রিল,মে,জুন মাসের ধারাবাহিকতায় জুলাই মাসে পাবলিক লাইব্রেরিতে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ুয়া দের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এঁর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীসহ সকলের মাঝে বই পাঠের আগ্রহ তৈরি, বই ভিত্তিক ও জ্ঞান ভিত্তিক সমাজ তৈরির লক্ষে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, একাডেমি সুপারভাইজার রহিমা খাতুন, পারভেজ আহম্মেদ, কবি জিল্লুর রহমান, স্বপ্নীল ক্যাডেট কোচিং সেন্টার পরিচালক মোঃ আনিসুল ইসলাম, চিলড্রেন একাডেমি সেন্টারের প্রতিষ্ঠাতা মোঃ হারুন উল রশীদ প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক মইনুল হোসাইন(মনিরুল), সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ, লাইব্রেরিয়ান পরিমল দাস, শিক্ষক, বই পড়ুয়া ছেলে /মেয়েসহ এলাকার সুধীজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া এঁর প্রচেষ্টায় প্রতি মাসে সর্বাধিক দিন উপস্থিত থেকে সর্বোচ্চ বই পড়ুয়াদের মাঝে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করায় পাবলিক লাইব্রেরিটির সৌন্দর্য ফিরে এসেছে এবং নতুন বই পড়ুয়া পাঠকদের আগ্রহ তৈরি হচ্ছে।