September 10, 2024, 6:40 pm
আবুহেনা,নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, অগ্নিসংযোগ ও সংখ্যালঘুদের মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে হামলা ও ভাঙচুর প্রতিরোধে নওগাঁর আত্রাইয়ে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।
সোমবার নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক এসএম রেজাউল ইসলাম রেজুর নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল এসব মন্দির পরিদর্শন করেন।
সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অন্যান্য স্থানের ন্যায় আত্রাইয়েও মাঠে থাকেন ছাত্র জনতাসহ অনেকেই। এদিকে এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার উপজেলার পাঁচুপুর কালিবাড়ি মন্দির, সাহেবগঞ্জ পালপাড়া সার্বজনীন মন্দির ও খোলাপাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেন আত্রাই থানা বিএনপি নেতৃবৃন্দ। এ সময় সাথে ছিলেন আত্রাই থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান সরদার, তছলিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত আলী বাবু, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম, আশরাফুল ইসরাম লিটন, কৃষকদলের আসাদুজ্জামান বুলেট, স্বেচ্ছাসেবক দলে নেতা আজাদ, ছাত্রদল নেতা শাকিল মাহমুদ প্রমুখ। পরিদর্শনকালে নেতৃবৃন্দ মন্দির কমিটির লোকজনের সাথে মতবিনিময় করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com