September 10, 2024, 6:28 pm
মোঃ রবিউল ইসলাম মিনাল: রিপোর্টার :
যত অর্জন ছাত্রদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে শ্বৈরচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে ছাত্ররা। ১৫ বছরে রাজনৈতিক দলগুলো যা করতে পারেনি তা করেছে ছাত্ররা। ফ্যাসিস্ট সরকারের পতনে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন গোদাগাড়ী উপজেলা,পৌর ও কাকনহাট পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত পথসভায় ও মিছিলে প্রধান অতিথির বক্তবে এ কথা বললেন গোদাগাড়ী তানোরের বিএনপির কান্ডারী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
আজ শুক্রবার বিকাল ৫ টার সময় গোদাগাড়ী ডাংপাড়া গোল চত্বরে পথসভাটি অনুষ্ঠিত হয়। পথ সভা শেষে গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
প্রধান অতিথি মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন তার বক্তবে আরো বলেন, ফ্যাসিস্ট শ্বৈরচার হাসিনা সরকারের দুর্শাষন থেকে হাসিনা সরকারের পতন ঘটিয়ে এ দেশের জনগনকে মুক্ত করেছেন ছাত্ররা। ছাত্রদের অবদান কখনো ভোলার মত না।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট শ্বৈরচার হাসিনা সরকারের দুর্শাষন থেকে এ দেশের জনগনকে মুক্ত করতে ছাত্ররা ১লা জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শত শত প্রানের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। শোকের মাস জুলাই মাস।
বিএনপির নেতাকর্মিদের উদ্যেশে শরিফ উদ্দিন বলেন, দেশে দুরবৃত্তরা লুটতারাজ চাদাবাজি শুরু করেছে। দুরবৃত্তরা যাতে লুটতারাজ চাদাবাজি করতে না পারে, তার জন্য বিএনপির নেতা কর্মিদের পাড়ায় পাড়ায় পাহারা দিতে হবে। যাতে দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে বিএনপির নেতা কর্মিদের পাহরা দিতে হবে। দুরবৃত্তরা যেন সংখ্যা লঘুদের উপর কোন প্রকার অত্যাচার না করতে পারে। আওয়ামীলীগের মত দুর্নীতিবাজ লুটেরা বিএনপির নেতা কর্মি চাই না। গোদাগাড়ী তানোর বাসীদের বলেন, এখন দেশে লুটপাট ও চাদাবাজী শরু হয়েছে। যদি আপনাদের বাড়ীঘর, দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠানে দুরবৃত্তরা গিয়ে লুটপাট বা চাদাঁদাবী করে তাহলে তাদেও ধরে প্রসাষনের কাছে দিন।
মিছিল শেষে বিএনপির কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মহাফিল ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। পথসভা ও মিছিলে উপস্থিত ছিলেন,গোদাগাড়ী তানোরের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন হাজার হাজার নেতা কর্মি।
এর আগে সকাল ১০ টার সময় দুর্বৃত্তদের কাছ থেকে ২টি মটর সাইকেল উদ্ধার করে গোদাগাড়ী মডেল থানায় জমা দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com