September 10, 2024, 6:05 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে নিহত বিএনপিকর্মী জয়নাল আবেদীনের জানাযায় হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার (১০ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার সময় ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাড.শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু, নওহাটা পৌর সাবেক মেয়র মোকবুল হোসেন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপি’র আহবায়ক বাকশিমইল ইউপি সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক যুগ্ম সম্পাদক রায়হানুল আলম রায়হান, সহ সাংগঠনিক সম্পাদক কৃষক দল রাজশাহী বিভাগ মোঃ আল আমিন সরকার টিটু, সাবেক দপ্তর সম্পাদক মো: শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, কেশরহাট সাবেক মেয়র আলা উদ্দিন আলো, খুশবর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল, উপজেলা বিএনপি সদস্য আব্দুল কাদের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের সদস্য সচিব আঃ করিম মন্ডল, সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, ধুরইল ইউপি বিএনপি সভাপতি ইলিয়াস হোসেন, সম্পাদক মোকলেসুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আবু বাক্কার কাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম শিমুল, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি শাহরিয়ার সাজ্জাদ, ছাত্রদল সদস্য সচিব রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফ সরকার, টুটুল, ধুরইল ইউপি যুবদল সাবেক সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রদল সভাপতি ইসমাইল হোসেনসহ এলাকার সর্বস্তরের মুসল্লীরা জানাযায় অংশ গ্রহণ করেন। জানাযা শেষে জয়নাল আবেদীনের মৃত দেহটি পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য: ৬ আগষ্ট (মঙ্গলবার) বেলা সাড়ে এগারোটার মোহনপুর থানা এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে বিএনপি কর্মী জয়নাল আবেদীন (৫৫)কে কুপিয়ে হত্যা করে আওয়ামীলীগ নেতা কর্মীরা।
জয়নাল গোপালপুর গ্রামের কুড়ানু মন্ডলের ছেলে। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পুলিশী কার্যক্রম বন্ধ থাকায় মৃত দেহটি রামেক হাসপাতালের শীতাতপ মর্গে ছিল। ১০ আগষ্ট শনিবার সকালে নগরীর রাজপাড়া (আরএমপি) থানায় ইউডি মামলা হয়। লাশটির ময়না তদন্ত শেষে আজ মৃত দেহটি পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com