September 10, 2024, 6:42 pm
ঠাকুর গাঁও প্রতিনিধিঃ মোঃরবিউল ইসলা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে র জয় কালী সাপ্তাহিক ঘাটে নিত্য দিনের প্রয়োজনীয় জিনিস পত্র এবং সবজি বাজারে বর্তমান দেওয়া মূল্য তালিকাকে তোয়াক্কা করে কিছু অসাদু ব্যবসায়ী বেশি দামে সবজি বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বর্তমান বাংলাদেশ বাজারের দেওয়া মুল্য তালিকা আলু বিক্রয় মূল্য ৪০টাকা পেয়াজ৭০টাকা লবন মোটা প্যাকেট ৩০টাকা সয়াবিন তৈল লিটার প্রতি ১৪০টাকা পেট্রোল ১২৫টাকা গরুর মাংস ৬৫০টাকা খাসির মাংস ৮০০টাকা বয়লার ১৪০টাকা দেশি মুরগী ৪০০টাকা দুধ শহরে৬০এবং গ্রামে লিটার প্রতি ৫০টাকা কিন্তু, এসব বাজার মূল্য তালিকা কে তোয়াক্কা করে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ৫৫টাকা পিয়াজ ১০০টাকা হওয়ায় সাধারণ খেটে খাওয়া মানুষ এখনো নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয়ে হিমসিম খাচ্ছে তাই সুধী মহল ও সাধারণ খেটে খাওয়া মানুষের অনুরোধ যেন সঠিক ভাবে বাজার মনিটরিং করে কাঁচা বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করা।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com