December 6, 2024, 1:39 am
নিউজ ডেস্কঃ রাষ্ট্রবিরোধী সংঘাত জড়িত বিএনপি-জামাত-শিবির দেশব্যাপী অপূরণীয় ক্ষতি করেছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (দারা) এমপি। শনিবার বিকাল ৫টায় পুঠিয়া উপজেলা অডিটোরিয়াম হলে পুঠিয়া উপজেলার স্কুল কলেজ ও মাদ্রাসা প্রধানগণের সমন্বয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এমপি আরো বলেন, সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রসীরা সাধারণ ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশব্যাপী যে ধ্বংসলীলা চালিয়েছে এবং জীবন ও সম্পদের যে ক্ষতি করেছে তা অপূরণীয়। আগামী কয়েক দশকেও এ ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য হবে। বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রসার প্রধানগণ ও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক পাড়া-মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলুন। নৈরাজ্য সৃষ্টিকারী যেই হোক তাকে প্রতিহত করুন। ঘরে বসে থাকার সময় এখন না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ রাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। রাজশাহী জেলা আ’লীগের সহ-সভাপতি ও বানেশ^র সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ একরামুল হকের সভাপতিত্বে ও পুঠিয়া উপজেলা আ’লীগের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পুঠিয়া উপজেলা চেয়ারম্যান এড্যাঃ আব্দুস সামাদ, উপজেলা ভাইস চেয়ারম্যন আব্দুল মতিন মুকল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান, পুঠিয়া পৌর সভার সাবেক মেয়র রবিউল ইসলাম রবি, পুঠিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান খ, ম জাহাঙ্গীর আলম জুয়েল, শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজ, মাদ্রাসা, ও স্কুলের প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রাজশাহী জেলা আ’লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক। অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com