December 6, 2024, 2:27 am
বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় গনিপুর ইউনিয়নের চকহায়াতপুর গ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবির ও মোহনগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক হারুনুর রশীদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইনসান আলী মাষ্টার বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি শিক্ষকতার পাশাপাশি আইন পেশায় জড়িত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সংবাদ কর্মীসহ এলাকার সচেতন মানুষ।
বীর মুক্তিযোদ্ধা মরহুম ইনসান আলী মাষ্টারের নামাজের জানাযা আগামীকাল সকাল ১০.৩০ মিনিটে মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে বলে আত্মীয় স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com