January 24, 2025, 6:46 am
নিজস্ব প্রতিবেদকঃ মোহনপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, সহিংসতা, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোহনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলার সকল মসজিদে কর্মরত ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা, সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা রহমান, অফিসার ইনচার্জ হরিদাস মন্ডলসহ প্রমূখ।
এসময় দেশ ও জাতির কল্যানে সামাজিক সমস্যা গুলো প্রতিরোধের লক্ষ্যে ইসলামের আলোকে মসজিদে আলোচনা করা প্রয়োজন বলে মনে করেন বক্তারা। যেন আগামীতে এসকল ঘটনা নিমূল করা সম্ভব হয়। শেষে সকলের মঙ্গল কামনা করে শান্তি প্রার্থনায় দোয়া ও মোনাজাত করা হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com