January 22, 2025, 3:49 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ৩১ জুলাই ২০২৪ খ্রিঃ সকালে উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করণ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ কামরুল হুদা, থানা অফিসার ইনচার্জ মোঃ নূরে আলম। “ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন। বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহীন আহমেদ, ভিটাডুবী নাসিরনগর ধীবর সমবায় সমিতি সাধারণ সম্পাদক পরিমল দাস, অনাথ বন্ধু দাস প্রমুখ। সভায় তিন জন সফল মৎস্যচাষিকে পুরস্কার প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মৎস্যচাষি ও মৎস্যজীবীসহ সূধীজন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com