October 3, 2024, 4:09 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার” মাধবপুর” উপজেলার” বাঘাসুরা ইউনিয়নের শাহজি বাজার দরগা( গেইট) মোঃ ওবাইদুর রহমান ওরোফে (নাঈম মোল্লা ) নামে ৮ পাড়া কোরআনের ( হাফেজ ) গত ২৮-০৬- ২০২৪ খ্রিঃ সকাল ১০ ঘঠিকার সময় বড়ই বাড়ি” বাতেনিয়া” সৈয়দিয়া( সুন্নিয়া) হাফিজিয়া মাদ্রাসা ( বেড়তলা) সরাইল ব্রাক্ষণবাড়িয়া থেকে হারিয়ে গেছে। তার বয়স ১২ বছর বাবার নাম” হাবিব ( মোল্লা ) মাতার নাম আইরি আক্তার। শিশুটির উচ্চতা” ৪ ফুট” ৩ ইঞ্চি গায়ের রং কালো( শ্যামল। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি ” ও সাদা পায়জামা” জানা যায়” মোঃ ওবাইদুর রহমান গত ২৮- ০৬ -২০২৪ খ্রিঃ সকাল ১০ ঘটিকায় সরাইল বড়ই বাড়ি বাতেনিয়া সৈয়দিয়া( সুন্নিয়া) হাফিজিয়া মাদ্রাসা / বেড়তলা/ সরাইল ব্রাক্ষণবাড়িয়া থেকে বের না জানিয়ে বের হয়। সম্ভব্য সকল জায়গায় খোঁজাখোঁজি করে কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়েছে।
যদি কোন সুহুদয় ব্যক্তি ছবিতে প্রদশিদ শিশুটির সন্ধান পান থাকলে সরাইল থানায় তদন্তকারী কর্মকর্তা” অথবা ডিউটি অফিসারের 01977593612 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com