চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : সারাদেশের ন্যায় অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক কর্তৃক ঘোষিত বানেশ্বর পুঠিয়া শাখার বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। পুঠিয়া শাখার সক্রিয় সদস্যদের প্রতি ৬টি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। শনিবার (৬ জুলাই) সকালে গ্রামীণ ব্যাংক নিজ কার্য়্যালয়ে চারা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন খাঁন, গ্রামীণ ব্যাংকের শাখার সেকেন্ড ম্যানেজার অহেদুল ইসলাম,চারঘাট প্রেসক্লাাবের সভাপতি নজরুল ইসলাম সহকর্মী মানিক,আমিন,জাহাঙ্গীর, রাবেয়া,দুলাল ও মিজানসহ বিভিন্ন কেন্দ্রের সদস্যবৃন্দ।
শেষে কেন্দ্রের সক্রিয় সদস্যদের মাঝে ৬টি করে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেন খাঁন।।