December 5, 2024, 6:52 pm
আঃ আলিম সরদার স্টাফ রিপোর্টারঃ গ্রামীণ ব্যাংক রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়া শাখার উদ্যোগে শাখার সকল সক্রিয় সদস্যদের সঙ্গে আলোচনা ও গাছের চারা বিতরণ করা হয়।বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ে এবং কেন্দ্রে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ব্যাংকের শাখার সেকেন্ড ম্যানেজার মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন শাখার ব্যবস্থাপক মোঃ কাজী মোফাজ্জেল
উক্ত অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংক জিউপাড়া শাখার ৬৫টি কেন্দ্রের সকল সক্রিয় সদস্যদের ০৪ টি করে ফলজ ও বনজ চারা বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি মোঃ কাজী মোফাজ্জেল গ্রামীণ ব্যাংকের সদস্যদের ১৫ ধরনের ঋণের সঠিক ব্যবহার করে সংসারের উন্নতি করাসহ ঋণের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করেন এবং কেন্দ্র প্রধানদের উৎসাহিত করেন। এছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, নতুন সদস্য যোগদান, গৃহঋণ, জি.পি.এস খোলার সুবিধা সম্পর্কে সদস্যদের পরামর্শ প্রদান করেন। গ্রামীণ ব্যাংকের শাক-সবজি চাষাবাদ সহ আঙিনায় হাঁস-মোরগ, গবাদি পশু পালন করে স্বাবলম্বি হতে হবে। পাশাপাশি তিনি বর্ষাকালে মোকাবেলায় পূর্ব প্রস্তুতি নেওয়ার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা ও জলবায়ু রক্ষায় প্রত্যেক সদস্যদের বৃক্ষরোপণ করার আহ্বান জানান।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com