November 6, 2024, 4:42 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

রাণীশংকৈলে নবম শ্রেণীর ছাত্র কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ

রাণীশংকৈলে নবম শ্রেণীর ছাত্র কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ

 

মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নবম শ্রেণির ছাত্র সঞ্চয় মহন (১৫) নামে এক ব্যাক্তি কুলিক নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ জুলাই) বিকেল ৩টায়। সঞ্চয় উপজেলার পৌর শহরের ডাবতলী শিবমন্দির পাড়া গ্রামের অমল ঘোষের ছেলে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস টিম লিডার তোজাম্মেল হক জানান, প্রতিদিনের ন্যায় সঞ্চয় স্কুল শেষে বাড়ী ফিরার পথে বন্ধুদের সাথে স্কুল সংলগ্ন পাইলট কুলিক নদীর ব্রিজ থেকে পানিতে ঝাঁপ দেয় গোসল করার উদ্দেশ্য। ঝাপ দেওয়ার পর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর । না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে ফোন দেয়। আমরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করি । এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। রংপুর থেকে ডুবুরি দল প্রতিমধ্যেই রয়েছেন ।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ওসি জয়ন্ত কুমার সাহা জানান,এখন পর্যন্ত আমরা খবর পাইনি। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখি ।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com