October 3, 2024, 4:36 pm
মো: রাজিবুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি :-
নাটোরের বাগাতিপাড়া জামনগর ইউনিয়নে সুফিয়া বেগম(৫০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আসমত আলীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার জামনগর ইউনিয়নের হাপাঁনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে স্বামী আসমত আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলোহের জেরে ওই রাতে স্বামী আসমত তার স্ত্রী সুফিয়াকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন।
এরপরে ওই দম্পতির আট বছরের শিশু আসমানীকে নিয়ে তিনি পালিয়ে যান। ওই দম্পতির আট বছরের শিশু আসমানীকে নিয়ে তিনি পালিয়ে যান।
পরে সকালের দিকে আসমত নিজেই তার ভাতিজা আনোয়ারকে মুঠোফোনে জানান, তার বাড়িতে কি হয়েছে গিয়ে খোঁজ নিতে।
আনোয়ার ওই বাড়িতে এসে ঘরের মেঝেতে ওই গৃহবধূর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com