October 3, 2024, 4:26 pm
স্টাফ রিপোর্টার, রাজশাহী :
মোহনপুরে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইচ চেয়ারম্যান, মহিলা ভাইচ চেয়ারম্যানের সাথে উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও সুধিজনের পরিচিতিপর্ব এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, ভাইচ চেয়ারম্যান বিন বিল্লাহ, মহিলা ভাইচ চেয়ারম্যান হাবিবা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজাসহ উপজেলার কর্মকর্তাবৃন্দরা।
এসময়, সকলে সম্মিলিতভাবে আগামীতে উপজেলার সার্বিক বিষয় নিয়ে এক সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com