February 14, 2025, 9:32 pm
রবিউল ইসলাম মিনাল :স্টাফ রিপোর্টার
রাজশাহী গোদাগাড়ীতে ট্রাকের ধাক্কায় তারেক (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২২ জুন ) দুপুর সাড়ে ১২ টার দিকে গোদাগাড়ী থানার বারুইপাড়া পুরাতন জেনারেল হাসপাতালের গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক গোদাগাড়ীর রামনগর এলাকার আতিকুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারেক মোটরসাইকেল নিয়ে গোদাগাড়ী থানার বারুইপাড়া গ্রামস্থ পুরাতন জেনারেল হাসপাতালের গ্যাস পাম্পের দিকে যাচ্ছিলেন। তিনি পাম্পের সামনে পৌছালে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাক মোটরসাইকেলে আরোহী তারেককে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যান।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মতিন জানান, এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ট্রাক পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com