October 3, 2024, 5:24 pm
সুজিত কুমার চক্রবর্তী , নাসিননগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পূনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ২০ জুন আধুনিক হাসপাতাল অডিটোরিয়ামে উপজেলা খেলাফত মজলিস নাসিরনগর শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার সভাপতিত্বে ঈদ পূনমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজি। খেলাফত মজলিস উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাব উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক শাইখুল হাদিস মুহসিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি খন্দকার মাওলানা আব্দুল আজিজ,নিবাহী সভাপতি মাওলানা মইনুল ইসলাম খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম কাসেমী, সহ সভাপতি অধ্যাপক আঃ মন্নান চৌধুরী, সহ সভাপতি শাইখুল হাদিস আব্দুল হান্নান, সহ সভাপতি মাওলানা শামসুদ্দন।বক্তব্য রাখেন সাইখুল হাদিস ফয়জুল্লাহ আশরাফি, মাওলানা শামসুদ্দিন, মাওলানা জানে আলম, মুফতি আব্দুল বারী, শাইখুল হাদিস আব্দুল হান্নান, মুফতি মোখলেসুর রহমান, মাওলানা আবু ইউসুফ, মাওলানা আবদাল হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিশ এর নেতৃবৃন্দসহ এলাকার সুধীজন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com