October 3, 2024, 4:18 pm
সুজিত কুমার চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগরে স্থানীয় সরকার এর বরাদ্দকৃত অর্থে গ্রাম পুলিশ সদস্যদের বিনামূল্যে সাইকেল বিতরণ করা হয়েছে।
নাসিরনগরে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামের ১০জন মহিলা গ্রাম-পুলিশ ও ৪০ জন পুরুষ গ্রাম-পুলিশদের বিনামূল্যে ৫০ টি বাইসাইকেল বিতরণ করা হয়। বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া ও আব্দুল কাদের সেন্টু।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com