January 22, 2025, 3:46 pm
মাহাবুব আলম, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার (১২ জুন) দুপুরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আহম্মেদ হোসেন বিপ্লব ও ভাইস চেয়ারম্যান সারমিন আক্তার, সহকারি কমিশনার(ভূমি) আর্নিকা আক্তার, ওসি
জয়ন্ত কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার রাহিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান।
এছাড়াও ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, শরৎচন্দ্র রায় ও মতিউর রহমান মতি, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী,সম্পাদক মো: বিপ্লব, সদস্য মাহাবুব আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে মাদক বেচাকেনা ও সেবন এবং পৌর এলাকায় দ্রুতবেগে হেডলাইট
উঁচু করে মোটরসাইকেল চালানোর বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।এবং মোটরসাইকেল চুরি সহ সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান, নারী পাচার বিষয়ে সচেতন সতর্ক ও সকলের সহযোগিতা কামনা করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com