October 3, 2024, 4:03 pm
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার ১নং ধুরইল ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র, দুস্থ্য ও অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের জনপ্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) সকাল ৯টায় এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১নং ধুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। এসময় ট্যাগ অফিসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ্ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম ধুরইল ইউনিয়নের এ চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। ইউপির মোট ৭৯০ জন দরিদ্র, দুস্থ্য ও অসহায় পরিবারে মাঝে এ চাল বিতরণ করা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com