September 17, 2024, 1:14 am
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪খ্রিঃ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
সারা দেশের ন্যায় ৮ জুন হতে ১৪জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে নাসিরনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে মঙ্গলবার ১১ জুন ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়। উদ্বোধনের শেষে অডিটোরিয়াম মাওলানা আবু আহম্মেদ কল্যাণ ট্রাষ্ট প্রতিষ্ঠাতা মাওলানা আবু আহমেদ এর সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার, জেলা পরিষদের সদস্য এম বি কানিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, তুরস্কের মানবিক সেচ্ছাসেবী সংস্থা রিভাত প্রতিনিধি মোস্তফা ইরোগলু, বিল্লাল ইরোগলু, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,হাফেজ মোহাম্মদ যুগনিউল হাসান। সাংবাদিক মনিরুল হোসাইন ও তন্ময় আহমেদ এর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আবু আহম্মেদ কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক এডভোকেট আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে ৪৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। তাছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানের পর “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমি সংক্রান্ত তথ্য নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার সুধীজন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com