October 3, 2024, 3:59 pm
মোঃ রবিউল ইসলাম মিনাল:স্টাফ রিপোর্টার
রাজশাহী গোদাগাড়ীর শহীদ ফিরোজ চত্বর মোড়ে মর্মান্তিক ট্রাক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ ভোর আনুমানিক চারটার সময় এ ঘটনা ঘটে।
চারটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় রাজশাহী থেকে চাঁপাইগামী বালু ভর্তি ট্রাকটির সামনের চাকা বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আলহাজ্ব মতিউর রহমান মতির চায়ের দোকানে ঢুকে পড়ে।এই দুর্ঘটনায় আলহাজ্ব মতিউর রহমান মতির চায়ের দোকান ও বাবুর ফলের দোকান দুমড়ে-মুচড়ে যায়এবং ক্ষয়ক্ষতির শিকার হয়।
পুলিশ সূত্রে জানা যায় দুর্ঘটনা ঘটার পর ঘটনাস্থলে পুলিশ এসে দুর্ঘটনার সার্বিক পর্যালোচনা করেন। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মতিন বলেন ক্ষয়ক্ষতি বিবেচনা করে আইনাগু ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম
01712483534
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com