October 5, 2024, 12:05 pm
আবুহেনা,নিজস্ব প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহ – ২০২৪ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির আফরিন জাহান,প্রধান সহকারী রুবেল হোসেন, সার্ভেয়ার, ইয়াকুব আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, ৮ টি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা প্রমুখ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com