September 17, 2024, 2:59 am
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১৪ নং হামিরকুৎসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আলোকনগর গ্রামের প্রবীন আওয়ামী লীগ নেতা হেকমত আলী আজ দুপুর ১ ঘটিকায় সময় নিজ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাল ইলাহি রাযিউন)।
হেকমত আলী হামিরকুৎসা ইউনিয়নের প্রবীন আওয়ামী লীগ নেতা ও ৫ নং ওয়ার্ড সাবেক মেম্বার এবং হামিরকুৎসা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।
মরহুম হেকমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এক বার্তায় তিনি শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন।
মরহুমের জানাযা আজ বৃহস্পতিবার এশার নামাজের পর আলোকনগর নামুপাড়ায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হবে ।সকল ধর্মপ্রাণ মুসলমানদের জানাযায় অংশ গ্রহন করার জন্য অনুরোধ করা হইলো
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com