February 14, 2025, 8:28 pm
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার আওতাভুক্ত বাগমারা উপজেলার
গোয়ালকান্দি ইউনিয়নের ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত।
৪/৬/২০২৪ইং রোজ মঙ্গলবার গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সকাল ৯টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব এর ইউনিয়ন পর্যাযের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু গোল্ড কাপের ইউপি পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহন করেন রামরামা সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম সাজুরিয়া-মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত খেলায় ২-১ গোলে সাজুরিয়া-মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে রামরামা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপের ইউপি পর্যায়ের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনার কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উক্ত খেলায় ২-১গোলে কনোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে জয়লাভ করে গোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অত্র খেলায়
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট এর প্রধান অতিথি ছিলেন বাগমারার মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, বাগমারা সহকারি কমিশনার (ভুমি) জোবায়ের হাবিব, বাগমারা উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন গোয়ালকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর সরকার।
আরো উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com