September 17, 2024, 1:47 am
মোঃ আরিফুল হক (রুবেল) পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত ২ কোটি ৭ লাখ ৯৩ হাজার ৪০৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬ লাখ ৭৭ হাজার ১১৩ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১ লাখ ১৬ হাজার ২৯৬ টাকা।
বুধবার (২৯ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল এ বাজেট ঘোষণা করেন।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আতিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম নূর হোসেন নির্ঝর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান।
বাজেট বক্তৃতায় ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, আগামী অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, কৃষি উন্নয়ন ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবাহ, পয়ঃনিষ্কাশন ও বাল্যবিবাহ বন্ধসহ সামাজিক উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। ##
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com