December 6, 2024, 12:36 am
মোঃ আরিফুল হক (রুবেল) পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার সদর পুঠিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ৯ জন ও ৩ জন সংরক্ষিত নারী সদস্যরা শপথ নিয়েছেন।
মঙ্গলবার (২৮ মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ও পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান খ. ম জাহাঙ্গীর আলম জুয়েলকে শপথবাক্য পাঠ করান রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ।
পরে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম নূর হোসেন নির্ঝর।
নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক শামীম আহমেদ। #
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com