March 15, 2025, 8:12 am
মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
”শিশু বান্ধব শিক্ষা,স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ খ্রিঃ পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার (২৬ মে) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের ৩দিন ব্যাপী শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোদন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।উপজেলা শিক্ষা অফিসার রাহিম উদ্দীন,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,রিসোর্স ইন্সট্রাক্টর হাবিবুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সীমান্ত বসাক,নবাগত সহকারী শিক্ষক ফাতেমা তুজ জোহরা।
এছাড়াও প্রধান শিক্ষক বক্তিয়ার উদ্দিন, কুশমত আলী, মমেনা খাতুন,সহকারী শিক্ষক দিলারা বেগম,সাংবাদিক বিজয় রায় প্রমুখ। উল্লেখ্য নবাগত ২০ জন সহকারী শিক্ষকদেরকে বরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com