January 24, 2025, 6:48 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
কেশরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাগমারা’য় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠিত আত্রাইয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু বিএসটিআই কেশরহাটের রহমান ফিলিং স্টেশনের তেলের মাপ সঠিক পেলেন চারঘাটে নবাগত ইউএনও জান্নাতুন ফেরদৌসের যোগদান রাণীশংকৈলে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রামরায় দিঘি  নাসিরনগরে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি আত্রাইয়ে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ,গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র  বিতরণ
মোহনপুরে কাপ-পিরিচ প্রতিকের নির্বাচনী জনসভায় সাবেক এমপি সহ ৪ উপজেলা চেয়ারম্যান

মোহনপুরে কাপ-পিরিচ প্রতিকের নির্বাচনী জনসভায় সাবেক এমপি সহ ৪ উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, রাজশাহী:

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে (বুধবার) ২০২৪ ইং তারিখে মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন শাহ্ গাবরুকে কাপ-পিরিচ মার্কা প্রতিকে বিজয় করার লক্ষ্যে এক নির্বাচনী জনসভা করা হয়েছে।

২৬ মে (রোববার) বিকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা করা হয়। এ সময় কাপ-পিরিচ মার্কা প্রতীকের প্রার্থী আল মোমিন শাহ্ গাবরুকে বিজয় করার লক্ষ্যে উক্ত নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য এমপি আয়েন উদ্দিন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুর সালাম, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে তানোর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী লুৎফর হায়দার ময়না, দ্বিতীয় ধাপে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী জাকিরুল ইসলাম শান্টু, পুঠিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আব্দুস সামাদ এবং দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, কেশরহাট পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ, ১নং ধুরুইল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ৩নং রায়ঘাটি ইউপি চেয়ারম্যান বাবলু হোসেন, ৬নং ইউপি চেয়ারম্যান হযরত আলী, মোহনপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহেন শাহ্, মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুরসেদ আলম সহ বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ হাজার হাজার জনসাধারণ।

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সাংসদ আয়েন উদ্দিন বলেন, এই জনসভায় আপনারা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে আল-মোমিন শাহ্ গাবরুকে বিজয় করার লক্ষ্যে নির্বাচনের দিন বটবৃক্ষের ভূমিকা পালন করবেন। মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ-পিরিচ মার্কা প্রতীকের প্রার্থী আল-মোমিন শাহ্ গাবরু যে পরিমাণ ভোট পাবে বাকি সব প্রার্থী মিলে সে পরিমাণ ভোট পাবেন না। এখানে অন্য যে সমস্ত আওয়ামী লীগের প্রার্থী ভাইয়েরা রয়েছেন তাদের মধ্য থেকে যদি একজনও জিতে তবুও বাকি তিনজন ব্যাপক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর দায়িত্ব কে নেবে। ঐ সমস্ত ভাইদের প্রতি অনুরোধ করে বলবো, আপনারা নির্বাচনে ভোটারদেরকে কোন প্রকার হুমকি ধামকি ভয়-ভীতি প্রদর্শন করবেন না। প্রথম ও দ্বিতীয় ধাপে রাজশাহীর বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর এবং তানোর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ সহ আরো অনেকে এ জনসভায় বক্তব্য রাখেন। সর্বোপরি জনসভার প্রতিপাদ্য বিষয় ছিল কাপ-পিরিচ মার্কা প্রতীকের পার্থী আল-মোমিন শাহ্ গাবরুকে বিজয়ী করার লক্ষে এ জনসভার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com