October 3, 2024, 5:39 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর,( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর পশ্চিমপাড়ায় প্রবাসীর স্ত্রী শিউলি আক্তারের (২৯) লাশ শুক্রবার ২৪ মে সকালে তার নিজ বাড়ির ঘর থেকে উদ্ধার করা হয় ।মৃত শিউলি আক্তার প্রবাসী রহমান মিয়ার স্ত্রী, শিউলি আক্তারের স্বামী দীর্ঘদিন যাবৎ বিদেশে অবস্থান করছে।শিউলি আক্তার ও রহমান মিয়ার সংসারে এক ছেলে, এক মেয়ে রয়েছে। গতকাল ছেলে মেয়ে নানার বাড়িতে বেড়াতে গেলে শিউলি আক্তার বাড়িতে একা ছিলেন।
প্রতিবেশীরা জানায়, বেলা বাড়লে তিনি ঘুম থেকে না উঠলে তাকে অনেক ডাকাডাকি করে সারা শব্দ না পেলে ঘরের দরজা ভেঙে ঢুকলে শিউলি আক্তারের মৃত দেহ দেখতে পায় ।পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com