December 6, 2024, 12:47 am
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ নাসিরনগরে মাদকাসক্ত বিকাশ সূত্রধরকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ মে ২০২৪ খ্রিঃ উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়ার তারাপদ সূত্রধর মাদকাসক্ত ছেলে বিকাশ সূত্রধর (৩৬)এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া হাতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করে বিকাশ সূত্রধর কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনে ১ বছরে বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসন মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে। মাদক সেবন,মাদক ব্যবসায়ীসহ মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com