January 24, 2025, 7:30 am

নোটিশ :

জরুরি ভিত্তিতে সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করুন।

সর্বশেষ সংবাদ : :
কেশরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাগমারা’য় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর সমাপনী অনুষ্ঠিত আত্রাইয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে হাতুরির আঘাতে আহত শ্রমিকের মৃত্যু বিএসটিআই কেশরহাটের রহমান ফিলিং স্টেশনের তেলের মাপ সঠিক পেলেন চারঘাটে নবাগত ইউএনও জান্নাতুন ফেরদৌসের যোগদান রাণীশংকৈলে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত রামরায় দিঘি  নাসিরনগরে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি আত্রাইয়ে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল অনুষ্ঠিত চারঘাট প্রেসক্লাবের উদ্যোগে দুস্থ,গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র  বিতরণ
বাগমারায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার দুই ভুয়া সাংবাদিক

বাগমারায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার দুই ভুয়া সাংবাদিক

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর সেই ভুয়া সাংবাদিক এবার বাগমারায় চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের খেয়ে থানায় মুচলেকা দিয়ে শেষ রক্ষা হয়েছে।

১৭ মে (শুক্রবার) রাত ১০ টার সময় তাহেরপুরে এ ঘটনা ঘটে। তাহেরপুরের যুবলীগ নেতার কাছে চাঁদা দাবি করেন রাজশাহীর দুই ভুয়া পরিচয়দানকারী সাংবাদিক।
ওই ভুয়া পরিচয় দানকারী সাংবাদিকরা হলেন, রাজশাহীর কাটাখালী থানা এলাকার পাক ইসলামপুরের জনাব আলীর ছেলে নুরজ্জামাল ও নগরীর দরগাপাড়া এলাকার আজিমুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম রনি।
ঘটনার বরাতে জানা যায়, গত ১৭ মে রাত ৮ টার দিকে তাহেরপুর পৌর যুবলীগ নেতা সোহেল রানাকে ফোন করে চাঁদা দাবি করেন তারা। এরপর তারা যুবলীগ নেতার অফিসে গিয়ে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে মর্মে ভয়-ভিতি প্রদান করেন। এসময় উপস্থিত জনতা তাদের পরিচয় নিশ্চিত হয়ে ক্ষিপ্ত হয়ে গণধোলাই দেন। গণধোলাই শেষে বাগমারা থানা পুলিশে হস্তান্তর করতে গেলে এ সুযোগে নুরজ্জামাল সেখান থেকে পালিয়ে যায়। পরে পুলিশ স্থানীয় সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবনের অনুরোধে মুচলেকায় ছেড়ে দেন।
এর আগেও নাটোরে গিয়ে কয়েল নামে এক যুবলীগ নেতার কাছে চাঁদা দাবি করতে গিয়ে আটক হয় নুরজ্জামালসহ চারজন ভুয়া সাংবাদিক।
পরে ভুয়া সাংবাদিকরা এসে তাদের আশ্রয় প্রশ্রয়দাতা এক সাংবাদিক সংগঠনের ছত্রছায়ায় ফেইসবুক পেইজে বাগমারার এমপিসহ যুবলীগ নেতা ও সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রোপাগাণ্ডার ছড়িয়ে সংবাদ প্রকাশ করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যুবলীগ নেতা সোহেল বলেন, আমরা সাংবাদিক বান্ধব। আমরা সম্প্রতি দেখছি কিছু কতিপয় দুষ্ট লোক সাংবাদিকদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করছে। তারা আমার কাছে এসে পুকুর খনন করছি মর্মে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। আসলে আমি এখন কোনো পুকুর খননের সঙ্গে জড়িত না। পরে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা আসলে কেউ সাংবাদিক না। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করেন। আমি তাদের থেকে ওই দুজনকে উদ্ধার করে বাগমারা থানা পুলিশে হস্তান্তর করি। আমরা এও অবগত হই এরা এর আগে নাটোরে গিয়ে চাঁদাবাজিকালে পুলিশের হাতে আটক হয়েছে।
এ বিষয়ে কথা বললে বাগমারা থানার ওসি অরবৃন্দ সরকার বলেন, ভুয়া পরিচয় দিয়ে চাঁদাবাজিকালে দুজন কথিত সাংবাদিককে তাহেরপুরের জনতা আটক করেন। এরমধ্যে একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্যজনকে উত্তেজিত জনতা পুলিশে সোপর্দ করেন। সাংবাদিক পেশার নাম খারাপ হবে মর্মে স্থানীয় কিছু সাংবাদিকের সুপারিশে কারো কোনো অভিযোগ নাই মর্মে পুলিশ মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা থানায় লিখিত মুচলেকা দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে ক্লিক করুন




© All rights reserved © 2020 alokitobhorerbarta.com

Desing & Developed BY ThemesBazar.Com