September 17, 2024, 1:54 am
নিজস্ব প্রতিবেদকঃ কোন একজন মানুষ আজ ১৬ মে (বৃহস্পতিবার) বিকালে কেশরহাটের গরু হাটে আমার সঙ্গে কথা বলার জন্য ডাকেন। তারপর ঘটনাস্থলে আমি গিয়ে দেখি তিনি এই চৌকিতে সুতো দিয়ে মাপ নিচ্ছিলেন। সে সময় আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই চৌকি কিনবেন নাকি? তখন তিনি এই কথা জিজ্ঞেস করার কারণে হঠাৎ করে ক্ষেপে গিয়ে আমাকে বলেন তুমি আমাকে ফকিন্নি মনে করছো? এই চৌকিতে আমি থাকবো? এ চৌকি গুলোতে আমার বাড়ির ছাগল থাকে। এই চৌকিতে কি মানুষ থাকে? মানুষ থাকে? এমনটাই বলছিলেন তিনি।
এখানে আমার প্রশ্ন হল এই চৌকি গুলোতে কি আসলেই মানুষ থাকেন না? এই ব্যক্তির উত্তর অনুগ্রহ করে আপনারাই দিবেন প্লিজ…
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com