September 17, 2024, 2:24 am
আতিকুর রহমান আশা চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে পুষ্টি বিষয়ক সচেতনতা মূলক সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃস্পতিবার ( ৯ মে) সকালে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ মোঃ আশিকুর রহমান।
এসময় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা ও উপজেলা সাবেক চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার (শিশু) ডাঃ আব্দুল্লাহ আল হাদী, ডাঃ চন্দনা রানী কর্মকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এনায়েত সরকার কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, উপজেলা মেডিকেল রোগ নিয়ন্ত্রণ ডাঃ রিয়াদ মাহম্মুদ, ইউপি চেয়ারম্যানগন ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনউপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ও সদস্য সচিব ডাঃ আশিকুর রহমান বলেন, ৯-১৫ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচী মধ্যে উপজেলা পর্যায়ে এতিমখানা/লিল্লাহ বোডিং এ পুষ্টি বার্তা প্রদানসহ পুষ্টি খাবারের আয়োজন ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে পুষ্টি সেবা জোরদারকরণ এবং হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে গøুকোজ পরীক্ষার ব্যবস্থা করা,ছাত্র/ছাত্রীদের কুইজ বিজয়ী, মায়েদের পুষ্টি রান্না বিজয়ী পুরস্কার বিতরন প্রদান করা হবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com