October 5, 2024, 12:21 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা( ভর্তুকি)’র আওতায় কৃযি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার ১লা মে ২০২৪খ্রিঃ ব্রাহ্মণবাড়িয়া-১(সাংসদ) খাদ্য ও সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এস এ কে একরামুজ্জামান সুখন মহোদয়ের নির্দেশে কৃষি ভর্তুকি’র আওতায় ৪টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়। পরিষদ চত্বরে কৃষি যন্ত্রপাতি বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান চৌধুরী, এম পি প্রতিনিধি রেজা উদ্দিন লিটন, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাখাওয়াত হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ কৃষকগণ।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com