September 10, 2024, 6:29 pm
পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীতে কয়েক সপ্তাহের তীব্র তাপ ও খরার পর রহমতের বৃষ্টির আশায় পুঠিয়ায় ইস্তিস্কার নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসুল্লিরা।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) যোহর এর নামাজ পর পুঠিয়া সরকারি পিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে এই ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। এসময় নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন পুঠিয়া সদর জামে মসজিদের পেশ ইমাম। এতে মুসল্লী সহ সাধারণ মানুষ অংশ নেয় এবং মহান আল্লাহর নিকট কান্নাকাটি করে বৃষ্টির জন্য আকুতি জানায়। উল্লেখ্য, প্রায় একমাস যাবত বৃষ্টির দেখা নেই।
নদী, নালা, খাল, বিল, পুকুর শুকিয়ে গেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় অগভীর নলকুপ সেচপাম্প সাধারণ টিউবয়েলে পানি উঠছেনা। তীব্র তাপদ্রহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠছে। মাঠে রোদে পুড়ে কৃষকের ফসল নষ্ট হচ্ছে। শ্রমজীবী মানুষ রোদে কাজ করতে পারছে না। এমন পরিস্থিতিতে মুসল্লিরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে নামাজ শেষে প্রার্থনার আয়োজন করা হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com