October 5, 2024, 12:31 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪খ্রিঃ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের হল রুমে খরিপ-১/২০২৪-২৫ মৌসুমে আউশ ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুল হক ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-মামুন, সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, এম পি প্রতিনিধি রেজা উদ্দিন লিটন, ইউনিয়ন পরিষদ সদস্য, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। জন প্রতি কৃষক পাবে আউশ ধানের বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে মোট ২৮০০ জনকে এবং পাট বীজ ১০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল-মামুন জানান, গতবছর ৩২৮০ হেঃ জমিতে আউশ ধান আবাদ হয়েছিল, এ বছর ৩৫০০ হেঃ জমিতে আবাদের টার্গেট করা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com