November 6, 2024, 5:38 am
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় প্রাণিসম্পদ “সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪” উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশব্যাপী ” প্রাণিসপ্তাহ ও প্রদর্শনী ২০২৪” উদ্বোধন করার পর নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ মোনাববর হোসেন এর সভাপতিত্বে ” সেবা সপ্তাহ ও প্রদর্শনী ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম, প্রেস ক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মোল্লা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাজহারুল হুদা।” প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শুভজিৎ পাল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নূরে আলম। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম, খামারি আসমা আক্তার। সভার শেষে সভাপতি, অতিথিদের নিয়ে প্রদর্শনীর ৫০ টি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিভিন্ন ক্যাটাগরিতে খামারিদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার প্রদান এবং অংশগ্রহণকারী সকল খামারিদের আপ্যায়ন করানো হয়।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com