September 17, 2024, 1:56 am
সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে ট্যাংকি তে পড়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
রবিবার ১৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা বাজার সংলগ্ন মোঃ আহাদ আলীর বাড়ির ট্যাংকির ভেতরে পড়ে তিন নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটেছে।
জানা যায়, নিহত শ্রমিকদের বাড়ি পার্শ্ববর্তী মাধবপুর উপজেলায়। ঘটনাটি কখন কিভাবে ঘটেছে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারে না। থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ধারনা ট্যাংকির ভেতরে থাকা সেন্টারিংয়ের মালামাল খোলতে ভেতরে প্রবেশ করার পর ট্যাংকির ভেতরে থাকা অতিরিক্ত গ্যাসের কারনে হয়তো তাদের মৃত্যু হয়েছে।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা প্রায় দেড় ঘটিকার সময় ট্যাংকি ভেঙ্গে তাদের তিনজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশ দেখতে এলাকার হাজার হাজার নারী পুরুষ ভীড় জমায়। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আদাউর ইউনিয়নের সম্পদপুর গ্রামের মৃত নজব আলীর ছেলে মোঃ ছনু মিয়া(২৫), কৃষ্ণনগর ৪নং পৌরসভা মৃত ফজলুল হকের ছেলে মোঃ আলম মিয়া(২২), মইজপুর গ্রামের আতিক মিয়ার ছেলে মোঃসম্রাট মিয়া(২০)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সোহাগ রানা জানান, প্রাধমিকভাবে গ্যাসের কারণে এ মর্মান্তিক মৃত্য হয়েছে ধারণা করা যাচ্ছে। তবে মৃত্যুর পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা না, তা ময়না তদন্তের রিপোর্টের পর বলা যাবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com