January 22, 2025, 3:14 pm
মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ
পবিত্র ঈদুল ফিতরের ঈদ পূর্ণমিলন উপলক্ষে
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রীতির ক্রিড়া চক্র আয়োজিত প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন তাহেরপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ও ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্ররা।
ঈদের তৃতীয় দিন শনিবার বেলা ১১ ঘটিকার সময় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় এসএসসি ১৯৯৯ সালের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে দুপুরে তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে খেলার সমাপ্তি ঘোষনা করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাক,টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য,বাংলাদেশ জাতীয় সংসদ ও গভর্নর বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন,বাগমারা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,তাহেরপুর পৌর সভার মেয়র খন্দকার শায়লা পারভিন।
তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর।
ম্যাজিস্ট্রেট,সমাজসেবা অফিসার, শিক্ষক,ব্যবসায়ীসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পেশায় নিয়োজিত বন্ধুরা অংশ গ্রহণ করেন।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com