December 6, 2024, 12:51 am
নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সকল ব্যবসায়ী, শুভাকাঙ্খী এবং পৃষ্ঠপোষকদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় মূলক সংক্ষিপ্ত আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন বিকালে কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ এর অফিসের সামনে এ আয়োজন করা হয়। বণিক সমিতির সভাপতি সাদ আক্কাস এর সভাপতিত্বে এবং কোষাধাক্ষ্য ওসমান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উক্ত সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরে কেশরহাট বাজারের রাজশাহী টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ এর ব্যানারে র্যালি করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেশরহাট বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সকল ব্যবসায়ীদের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ড. মামুনুর রশিদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ এর আহবায়ক কমেটির অন্যতম সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফর রহমান, বণিক সমিতির সাবেক নির্বাচন কমিশনার এবং মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রুস্তম আলী প্রামানিক, সাবেক আহবায়ক শাহিনুর রহমান শাহিন, যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ন আহবায়ক সাবের আলী, সদস্য আব্বাস আলী, আব্দুল বাজিত।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক কাজী হাবিবুর রহমান মিঠু, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন মুন, ক্রীড়া সম্পাদক মহসিন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী সদস্য মাসুদ রানা, এনামুল হক, মোস্তাফিজুর রহমান খালেদ সহ আরো অনেকে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com