September 17, 2024, 3:17 am
মোস্তাফিজুর রহমান জীবন রাজশাহীঃ রাজশাহীর বাগমারা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন তাহেরপুর পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা।
আসন্ন পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল রানা বলেন, সকল শ্রেণি পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা তাই বাগমারা বাসিকে জানাই ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com