September 10, 2024, 4:47 pm
মোঃ রাজিবুল ইসলাম বাবু স্টাফ রিপোর্টারঃ-
নাটোরের বাগাতিপাড়ায় অসহায় এবং দুঃস্থ শতাধিক পরিবারের মাঝে , ঈদ সামগ্রী বিতরণ করেছে বাঁধনে জামনগর সংগঠন।
দৈনন্দিন খেটে খাওয়া সাধারন মানুষগুলোর সাথে ঈদের আনন্দ ভাগাভাগী করে নিতে সংগঠনটির এই উদ্যোগ।
(৯-৪-২০২৪)ইং- রোজ মঙ্গলবার বিকেলে বাঁধনে জামনগর সংগঠনের স্থায়ী কার্যালয়ে জামনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। প্রত্যেক পরিবারকে সেমাই, চিনি,দুধ,ময়দা,পোলাও চাল,সয়াবিন তেল,সাবান, শ্যাম্পু, মুড়ি ইত্যাদি বিতরণ করেন বাঁধনে জামনগর সংগঠন।
ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাঁধনে জামনগর সংগঠনের সহ-সভাপতি, মোঃ মমিনুজ্জামান সোহাগ ও সঞ্চালনায় মশিউর রহমান সুজন সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন। আরো উপস্থিত ছিলেন এ কে এম নুরুজ্জামান, মনজুর রহমান মিন্টু,ফিরোজ হাসান, মহুরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, সাইদুজ্জামান মিন্টু,মো: রবিউল ইসলাম পারভেজ,
আরাফাত রহমান প্রমুখ।
বাঁধনে জামনগর সংগঠনের, সহ সভাপতি বলেন, দৈনন্দিন খেটে খাওয়া অসহায় এবং দু:স্থ পরিবারের মানুষদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। বাগাতিপাড়া উপজেলা, বিভিন্ন ক্রান্তিকালীন সময়ে আমাদের বাঁধনে জামনগর সংগঠন অসহায়দের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে আসছে।
আশা রাখি, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com