September 17, 2024, 1:57 am
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বন্ধু ফাউন্ডেশন এর উদ্যোগে গরিব ও অসহায় মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৫ এপ্রিল) কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর এলাকার মোট ১৭ টি গ্রামের ১৮০ টি দরিদ্র-অসহায় পরিবারের মানুষদের মুখে একটু হাসি ফুটানোর চেষ্টায় পৌর এলাকার পরোপকারী যুবকদের দ্বারা গঠিত কেশরহাট বন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১ কেজি বিরিয়ানি চাল, ০.৫ লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি ০.৫ কেজি লাচ্ছা, ১ এক প্যাকেট নুডুলস, ১ পিস গায়ে মাখা সাবান, ২ প্যাকেট দুধ, খেজুর, কিসমিস, বাদাম, সেমাই সহ মোট ১২ রকমের খাদ্য সামগ্রী। এই বন্ধু ফাউন্ডেশন বিভিন্ন সময় বিভিন্ন স্বেচ্ছাসেবা মূলক জনহিতকর কাজকর্ম করে থাকেন। ইতিপূর্বে দরিদ্র মানুষদের ঘর নির্মাণ/মেরামত করা, রাস্তাঘাট মেরামত করা, খাদ্য বিতরণ সহ বৃক্ষরোপন কর্মসূচির মত কার্যক্রম পরিচালনা করেছে এই সংগঠনের সদস্যরা।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মমিনুল ইসলাম এর সভাপতিত্বে কোষাধাক্ষ্য রুহুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশরহাট পৌর মেয়র শহীদুজ্জামান শহীদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি অধ্যাপক খুশবুর রহমান, মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সমাজসেবক দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান আলী, কেশরহাট জননী হাসপাতালের পরিচালক মোঃ গোলাম মোর্তুজা। কেশরহাট উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক কুরবান আলী সহ আরো অনেকে।
উল্লেখ্য, কেশরহাট বন্ধু ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ২০১৭ সালে। বর্তমানে এই ফাউন্ডেশন এর সভাপতির দায়িত্ব পালন করছেন মো: মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রয়েছেন শাহরিয়ার নাফিজ, কোষাধক্ষ্য রুহুল আমিন রিজভি। বন্ধু ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সদস্য হলেন মো: সাগর, রাজু, মিজানুর রহমান, মাসুম রানা, মিঠু, রাকিবুল ইসলাম, মোস্তফা কামাল সহ আরো অনেকে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com