December 5, 2024, 7:24 pm
সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় মাদকসেবন অপরাধে সুমন মিয়া (২৬)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।
বৃহস্পতিবার ২৮ মার্চ নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলার গোকর্ণ ইউনিয়ন নুরপুর গ্রামের মোঃ ছাবেদ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া (২৬) কে মাদকসেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ দোষী সাব্যস্ত করে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০/-(একশত) টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
© All rights reserved © 2020 alokitobhorerbarta.com