December 8, 2023, 6:44 pm
তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃ। সুযোগ পেলে দাউদকান্দি- তিতাসকে মাদক ও সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ- ইঞ্জিনিয়ার আবদুস সবুর।গতকাল বৃহস্পতিবার বেলা আড়াই টায় তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নে গণ সংযোগ শুরু করে বিকেলে নারান্দিয়া ইউনিয়ন আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আসমানিয়ার বাজারের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুমিল্লা-১
(দাউদকান্দি-তিতাস)আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সবুর।নারান্দিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা’র সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক ডাঃ এম এ ছাত্তারের পরিচালনায় আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ড.আবদুল মান্নান জয়,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল,তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-
সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান, সহ-সভাপতি মো.শাহ আলম শান্তি,উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,
কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ,।দাউদকান্দি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল আলম মুরাদ,
ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহমেদ,কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যান,
নারান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো.কামাল পারভেজ,যুবলীগ নেতা বিল্লাল হোসেন মেম্বার,মীর্জা হোসাইন,উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার প্রমুখ।