November 30, 2023, 4:39 am

নোটিশ:

জরুরি ভাবে প্রতি জেলা ও উপজেলায় সাংবাদিক নিয়োগ চলচ্ছে আগ্রহী হলে ০১৮১৩৮৭৭৪০২ হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করুন।

নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের অভিযানে চোলাইমদ মাদকব্যবসায়ী ৪জন গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে র‌্যাবের অভিযানে চোলাইমদ মাদকব্যবসায়ী ৪জন গ্রেফতার

মো:রাজিবুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি:-

নাটোর জেলার বরাইগ্রাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চোলাইমদ, তৈরী,সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ০৪ জন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল (১৯অক্টোবর) বৃহঃস্পতিবার দিবাগত রাত সাড়ে সাতটায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরাইগ্রাম উপজেলার পাড়বর্নি গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে চারজন কে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামীরা হলেন,
১।পিন্টু রিবারু(৬০) পিতা জন রিবারু,২। দিপ রিবারু (১৯) ব্যানজাবিন রিবারু,৩। স্টেফান রোজারিও, ৪। ইসহাক রোজারিও (৫৫) উভয়ের পিতা মৃত আগষ্টিন রোজারিও সর্ব সাং পাড়বর্নি,থানা বরাইগ্রাম জেলা নাটোর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত আলামত চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিভিন্ন জায়গায় নিয়মিত বিক্রয় করে আসতেছে তারা।

উপরোক্ত ঘটনায় নাটোর জেলার বরাইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে।

র‌্যাব-৫-সিপিসি-২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

সংবাদটি শেয়ার করুন........




© All rights reserved © ২০২০ আলোকিত ভোরের বার্তা
Desing & Developed BY ThemesBazar.Com