December 8, 2023, 7:08 pm
তিতাস( কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে একটি চোরাই সিএনজি উদ্ধারসহ আন্তঃ জেলা চোর চক্রের ৪ চোরকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।তিতাস থানা পুলিশ সূত্রে জানা গেছে,৩১ অক্টোবর মঙ্গলবার রাত ২ টার দিকে তিতাস থানার এসআই(নিঃ) মাজহারুল ইসলাম ও সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ) রিপন মিয়াসহ কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় গোপন সূত্র ও তথ্য প্রযুক্তি সহায়তায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা চোর চক্রের ৪ চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শিবপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে আতিকুল ইসলাম প্রকাশ সজল (২৩),মৌটুপী গ্রামের ফজর আলী সিকদারের ছেলে মো.শাকিব(২২), একই গ্রামের জাফর আলীর ছেলে মো.বোরহান (২২),লালপুর গ্রামের কাউছারের ছেলে মো. মাছুম(২৪)।আন্তঃ জেলা চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করলে তাদের দেওয়া তথ্য মতে ৩১ অক্টোবর মঙ্গলবার রাত ২ টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মীরপুর ইউনিয়নের তিতারকেণা সাকিন হতে ধৃত আসামিদের দেখানো মতে এবং বাদীর শনাক্তমতে একটি চোরাই সিএনজি গাড়ী যার ইঞ্জিন নাম্বার ও চেসিস নাম্বার অস্পষ্ট মূল্য অনুমান ৪,২০,০০০/- টাকা উদ্ধার করে তিতাস থানা পুলিশ।বর্ণিত আসামিদের বিধি মোতাবেক মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।